প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৮:০৬ পিএম
                 
                            
              ফাইজারের
১ লাখ ৬২০ ডোজ
টিকা আগামীকাল সোমবার (৩১ মে) রাতে
দেশে এসে পৌঁছাবে। রোববার
(৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য
ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল
ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
এর
আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন
স্বাস্থ্য বুলেটিনে বলেন, ‘রোববার রাত ১১টা ২০
মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোভ্যাক্স
থেকে ফাইজার বায়োএনটেকের ১ লাখ ৬২০
ডোজ টিকার প্রথম চালান আসার কথা ছিল।
কিন্তু এখনও আমরা তার
ফ্লাইট শিডিউল পাইনি। কোভ্যাক্স থেকে ফাইজারের ভ্যাকসিন
রোববার বাংলাদেশ পাচ্ছে না। কিছুটা দেরি
হতে পারে। ফাইজারের টিকা আসতে অন্তত
১০ থেকে ১২ দিন
লাগতে পারে।’
তবে
এর কিছু সময় পর
তিনি বলেন, ‘ফাইজার বায়োএনটেকের টিকা আসছে নির্ধারিত
সময়েই।’ 
এরও
আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল
হক জানান, রোববার রাত ১১টা ২০
মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের
টিকা দেশে পৌঁছাবে। তবে
কবে নাগাদ ও কারা এ
টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও
চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। টিকাদান
সংক্রান্ত জাতীয় কমিটি এ বিষয়ে চূড়ান্ত
সিদ্ধান্ত জানাবে।
স্বাস্থ্য
অধিদফতরের সূত্র মতে, এ পর্যন্ত
দেশে টিকা এসেছে সেরাম
থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার
৭০ লাখ ডোজ। একই
প্রতিষ্ঠানে তৈরি একই টিকার
আরও ৩২ লাখ ডোজ
ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে
উপহার দেয়া হয়েছে। অন্যদিকে
চীন সরকারের পক্ষ থেকে উপহার
পাওয়া গেছে সিনোফার্মের ৫
লাখ ডোজ টিকা।
এ
দিকে স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার সর্বশেষ তথ্য অনুসারে, দেশে
গত শনিবার (২৯ মে) পর্যন্ত
করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ (অক্সফোর্ডের) দেয়া
হয়েছে ৫৮ লাখ ২০
হাজার ১৫ জনকে। একই
টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১
লাখ ৪২ হাজার ২৫৫
জন। এ ছাড়া গত
শনিবার পর্যন্ত চীনের সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন ১
হাজার ২৩৯ জন। সব
মিলিয়ে এ পর্যন্ত দেশে
টিকা দেয়া হয়েছে ৯৯
লাখ ৬৩ হাজার ৫০৯
ডোজ। এখন টিকা হাতে
আছে অক্সফোর্ড ও সিনোফার্মসহ মোট
৭ লাখ ৩৫ হাজার
ডোজের মতো।
বিআর/এম. জামান