• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ঢাকায় পৌঁছেছে শিশুদের ১৫ লাখ করোনা টিকা

প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৯:৩৩ পিএম

ঢাকায় পৌঁছেছে শিশুদের ১৫ লাখ করোনা টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় পৌঁছেছে শিশুদের টিকার প্রথম চালান। পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ফাইজারের এ টিকা। প্রথম চালানে ১৫ লাখ টিকা দেশে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (৩০ জুলাই) দুপুরে করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা প্রয়োগে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কয়েকদফা আলোচনা হয়েছে। খুব শিগগির স্থান ও সময় জানানো হবে।

এই কর্মকর্তা আরও জানান, ‘প্রাথমিকভাবে পাঁচ থেকে ১১ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা যায়, প্রথম দফায় ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা দেশে এসেছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের মতো পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদেরও স্কুলগুলোতে কেন্দ্র করে ফাইজারের এই বিশেষ টিকা দেওয়া হবে।

এআরআই/এএল

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ