• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

উত্তরার কিংফিশার বারে ডিবির অভিযান

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২২, ০৬:০২ এএম

উত্তরার কিংফিশার বারে ডিবির অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তরার  কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে এই অভিযান চালায় আইনশঙ্খলা বাহিনীর এই সংস্থাটি। এ সময় দেশি‌ বিদেশী মদ ও বিয়ার মিলে প্রায় ৫ হাজার বোতল জব্দ করা হয়েছে।

এদিন রাত সাড়ে ১০টা থেকে অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন।

তিনি বলেন, উত্তরার ১২ নম্বর রোডের কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামে একটি অবৈধ বারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত তারা বার দাবি করলেও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

তবে ডিবি সূত্রে জানা যায়, অভিযানে দেখা গেছে, বারটিতে আগত অধিকাংশ ক্রেতার মদ্যপান করার লাইসেন্স নেই। এছাড়া বারটিতে থাকা বিদেশি মদের আমদানির কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। অন্যদিকে মদ্যপানের পাশাপাশি বারটিতে অসামাজিক কার্যকলাপ চলত।

অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা।

 

এসএএস/এআরআই

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ