 
              প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ০১:১৮ এএম
 
                 
                            
              প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ আধার বলা হয় পর্বতকে। প্রকৃতিতে এর রয়েছে নানা উপকারিতা। তাই প্রতিবছর ১১ ডিসেম্বর বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক পর্বত দিবস’।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় দিবসটি। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালিত হয়ে থাকে।
এ ছাড়া পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের গুরুত্বের কারণেও এ দিবসটি বিশ্বের প্রতিটি দেশে সমান গুরুত্বপূর্ণ।

২০০৩ সালের ১১ ডিসেম্বরকে জাতিসংঘ আন্তর্জাতিক পর্বত দিবস ঘোষণা করে। এরপর পর্বতের গুরুত্ব অনুধাবন করে ২০১৬ সালে জাপান দিবসটিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: Women move mountains. যার মাধ্যমে জাতিসংঘ নারীদের পাহাড়ে ভ্রমণের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।
আরো পড়ুন: যুক্তরাষ্ট্র কূটনীতিক নিয়োগ দেবে না মায়ানমারে
পৃথিবীর প্রায় এক-দশমাংশ পর্বত। পাশাপাশি নানা প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সঙ্গে এখানে রয়েছে স্বাদু বা মিঠা পানির উৎস।
নান্দনিক সৌন্দর্যের সমারোহে পর্বত মানুষকে মুগ্ধ না করে পারে না। তাই দিবসটিতে সবারই উচিত পর্বত সংরক্ষণে এগিয়ে আসা।
এসএ/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      