• ঢাকা বুধবার
    ১০ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১১:৩৮ এএম

কুমিল্লা-৪ আসনে লড়বেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটের দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সদস্য সচিব আখতার হোসেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর-৪ এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-৯ আসনে তাসনিম জারা ও ঢাকা-১৮ আসনে নাসিরুদ্দীন পাটোয়ারী নির্বাচন করবেন।  

এর মধ্যে কুমিল্লা-৪ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান মুন্সীকে এই আসন থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলটি। এখন পর্যন্ত ওই আসন থেকে তিনবার নির্বাচন করে তিনবারই জয়ী হয়েছেন তিনি।

আর্কাইভ