• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

২৭৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১১:৩৭ পিএম

২৭৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ লাখ টন সয়াবিন তেল এবং ৮ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এসব তেল ও ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা।

এর মধ্যে ভারতের ইটিসি এগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকায় ডাল এবং শুন শিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় তেল কেনা হবে।

ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য মোট পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এরমধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

পাঁচ প্রস্তাবে মোট অর্থের পরিমাণ এক হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ