• ঢাকা বুধবার
    ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

দেশে বিধবা নারীর সংখ্যা বেড়েই চলছে

প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৬:৪৭ পিএম

দেশে বিধবা নারীর সংখ্যা বেড়েই চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে বিধবা নারীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে বিধবাদের সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৭০ জন। গত চার বছরে বিধবার হার বেড়েছে . ভাগ। এর ফলে বর্তমানে মোট নারী জনগোষ্ঠীর দশমিক ভাগ বিধবা। বুধবার (২৩ জুন) আন্তর্জাতিক বিধবা দিবস উপলক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপে তথ্য জানানো হয়েছে।

২০১০ সাল থেকে জাতিসংঘে চালু হয়েছে আন্তর্জাতিক বিধবা দিবস। যুক্তরাজ্যভিত্তিকদ্য লোম্বা ফাউন্ডেশন-এর প্রস্তাবনায় জাতিসংঘে পাশ হওয়ার পর থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে। সারা বিশ্বের বিধবাদের সম্মান-মর্যাদা এবং অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য এই দিবসটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পালিত হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জরিপ, ২০১৯- বলছে, বয়সী নারীরাই বিধবা হচ্ছেন বেশি। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের অনুসারে, দেশে নারীর সংখ্যা কোটি লাখ। বিবিএস-এরদি রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৯শীর্ষক এই জরিপ বলছে, এই নারীদের ৬৩ দশমিক ভাগ বিবাহিত। অর্থাৎ দেশে কোটি ৫৫ লাখ হাজার নারী বিবাহিত। যাদের মধ্যে দশমিক ভাগ বিধবা। যার সংখ্যা ৫২ লাখ ৭৩ হাজার ৭০ জন।

এই জরিপ আরও বলছে, দেশে বিধবা নারী ২০-২৪ বছরের মধ্যে . ভাগ, ২৫-২৯ বছর বয়সী . ভাগ, ৩০-৩৪ বছর বয়সী দশমিক ভাগ, ৩৫-৩৯ বছর বয়সী বিধবা দশমিক ভাগ, ৪০-৪৪ বছর বয়সী বিধবা নারী হার ভাগ। ৪৫-৪৯ এর মধ্যে ১০ দশমিক ভাগ, ৫০-৫৫ বছরের মধ্যে ১৯. ভাগ, ৫৫-৫৯ বছর বয়সী ২৭ দশমিক ভাগ, ৬০-৬৪ বছর বয়সী বিধবা নারী রয়েছেন ৪২ দশমিক ভাগ, ৬৫ বছরের তদুর্ধ্ব ৬৭ দশমিক ভাগ নারী বিধবা রয়েছেন।

তবে দাম্পত্য জীবনে নারী-পুরুষের মধ্যে বিচ্ছেদও ঘটছে। ২০১৯ সালের জরিপেও তালাকপ্রাপ্ত বা বিয়ে বিচ্ছেদ হওয়া নারীর সংখ্যা মোট বিবাহিত নারীর দশমিক ভাগ। জরিপ বলছে, ২০-২৪ বছর বয়সের নারীদের মধ্যে তালাকপ্রাপ্ত বা বিয়ে বিচ্ছেদ হওয়ার সংখ্যা দশমিক ভাগ। এটা ২৫-২৯ বয়সীদের ক্ষেত্র দশমিক ভাগ, ৩০-৩৪ বয়সীদের দশমিক ভাগ, ৩৫-৩৯ বয়সী দশমিক ভাগ, ৪০-৪৪ বছর বয়সী দশমিক ভাগ, ৪৫-৪৯ বয়সী দশমিক ভাগ, ৫০-৫৪ বছর বয়সী দশমিক ভাগ, ৫৫-৫৯ বয়সী ভাগ, ৬০-৬৪ বছর বয়সী দশমিক ভাগ এবং ৬৫ তদুর্ধ্ব বয়সীদের মধ্যে দশমিক ভাগ।

প্রেক্ষাপটে বুধবার (২৩ জুন) বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক বিধবা দিবস। দেশে দিবসটি জাতীয়ভাবে পালন হয় না। কারণ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দিবসটি পালনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও দেয়া হয়নি। ফলে দেশে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় কিংবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ক কোনো কর্মসূচি নেই।

দ্য লোম্বা ফাউন্ডেশনের তথ্য বলছে, বিশ্বে প্রায় ২৫ কোটি ৮০ লাখ বিধবা নারী রয়েছেন। এর সঙ্গে করোনা মহামারির কারণে আনুমানিক আরও লাখের বেশি নারীকে বিধবা হতে হয়েছে।

জেডআই/নির্জন

আর্কাইভ