• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মে ১৮, ২০২৩, ১২:৫৫ এএম

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ সহায়তার জন্য আড়াই কোটি টাকার সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার (১৭ মে) মার্কিন দূতাবাসের পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে সহায়তার বিষয়টি জানানো হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ বাংলাদেশের জনগণ এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জরুরি ত্রাণের জন্য এ সহায়তা দেয়া হচ্ছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিগত পাঁচ দশকের অংশীদারিত্বে দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া উন্নত করতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে, মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় ৯০০টি বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।

এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে যা লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা এবং অন্যান্য জরুরি অবস্থা থেকে নিরাপদ রাখে। রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ তৎপরতায় সবচেয়ে বেশি অবদান রাখছে যুক্তরাষ্ট্র বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।

 

জেকেএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ