• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কেসিসি নির্বাচন: প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৭:২৪ পিএম

কেসিসি নির্বাচন: প্রতীক পেলেন চার মেয়র প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মনোনীত চার মেয়র প্রার্থী প্রতীক পেয়েছেন। শুক্রবার (২৬ মে) সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে নৌকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল আউয়ালকে হাতপাখা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এসএম শফিকুল ইসলাম মধুকে লাঙ্গল ও জাকের পার্টি মনোনীত প্রার্থী এসএম সাব্বির হোসেনকে গোলাপফুল প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিন বেলা ১১টায় নগরীর ৩১টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতীক বরাদ্দ শুরু হয়। এবার ৩১টি ওয়ার্ডে ১৩৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী রয়েছেন।


রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বলেন, ‘আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করতে চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরির পূর্বশর্ত আচরণবিধি প্রতিপালন।’

তিনি আরও বলেন, প্রচারের ক্ষেত্রে প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কি না, তা মনিটরিং করার জন্য শুক্রবার থেকে মাঠে কাজ করবেন ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তারাও বিষয়টি মনিটরিং করবেন।

উল্লেখ্য, আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।


এডিএস/

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ