 
              প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০২:১২ এএম
 
                 
                            
              বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শ্যামলী এলাকায় একটি চলন্ত বাসে আগুন দেওয়া হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পথচারীরা আশপাশ থেকে পানি এনে দ্রুত আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সবাই যখন মাগরিবের নামাজ পড়ছিল, ঠিক ওই সময় শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহণ নামে একটি সবুজ রংয়ের বাস আসে। বাসটি যাত্রী নামানোর সময় হঠাৎ করে বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। এ সময় আশপাশের লোকজন দ্রুত পানি এনে আগুন নেভায়।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, সন্ধ্যায় শ্যামলী এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আশপাশ থেকে পানি এনে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় আমরা আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      