• ঢাকা রবিবার
    ০৪ জানুয়ারি, ২০২৬, ২০ পৌষ ১৪৩২

আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার জন্য ‍‍`অর্থ উপার্জন‍‍` করতে যাবে: ট্রাম্প

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:১৮ পিএম

আমেরিকান তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার জন্য ‍‍`অর্থ উপার্জন‍‍` করতে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার অবকাঠামো মেরামত করতে এবং "দেশের জন্য ‍‍`অর্থ উপার্জন‍‍` শুরু করতে" যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার তেল ব্যবসা "ধ্বংস" হয়ে গেছে।

তিনি বলেন, প্রয়োজনে আমেরিকা দেশটির উপর দ্বিতীয় "এবং আরও বড়" আক্রমণ চালাতে "প্রস্তুত"।

যুক্তরাষ্ট্র প্রথমে "দ্বিতীয় দফায় আক্রমণ" করার জন্য প্রস্তুত ছিল এবং ধরে নিয়েছিল যে এর প্রয়োজন হবে, কিন্তু গত রাতের আক্রমণের সাফল্যের পরিপ্রেক্ষিতে, সম্ভবত এখন তার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন ট্রাম্প।

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ