প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০২:০৯ পিএম
রাজধানীর সরকারি সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়। এ সময় সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ আয়োজকরা জানায়, মিছিলটি ঢাকা কলেজ থেকে বের হয়ে সায়েন্সল্যাবের মোড় ঘুরে ইডেন মহিলা কলেজ হয়ে ঢাকা কলেজের সামনে দিয়ে প্রদক্ষিণ করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সাত কলেজের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তা দূর করতে আইনটির খসড়া অনুযায়ী দ্রুত অধ্যাদেশ জারি করা অপরিহার্য। তারা বলেন, অধ্যাদেশ ছাড়া প্রশাসনিক কাঠামো, পরীক্ষা ব্যবস্থা, ডিগ্রির বৈধতা—সবকিছুই ঝুলে আছে। এতে আমাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে।
জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে অংশীজনদের মতামত নেওয়া হয়। এরপর ২০ ও ২১ অক্টোবর এবং ১৭ নভেম্বর শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে তিন দফা বৈঠক অনুষ্ঠিত হয় খসড়া আইন চূড়ান্ত করার উদ্দেশ্যে। তবু এখনো রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রত্যাশিত অধ্যাদেশ জারি হয়নি।
শিক্ষার্থীরা দ্রুত সমাধানের জন্য রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।