• ঢাকা মঙ্গলবার
    ১৩ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

ফরিদপুরে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৮:৫০ পিএম

ফরিদপুরে গণভোটে “হ্যাঁ” এর পক্ষে জনমত সৃষ্টিতে প্রচারণা

ফরিদপুর প্রতিনিধি

গণভোটে স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং হ্যাঁ ভোটের পক্ষে জনমত সৃষ্টিতে ফরিদপুরে প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি’র যুব সংগঠন জাতীয় যুব শক্তি, পরিদপুর জেলা শাখা।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা  পর্যন্ত সংগঠনটির সদস্যরা ফরিদপুর শহরের জুলাই স্মৃতি ফলক থেকে হাসিবুল হাসান লাবলু সড়ক হয়ে শহরের বিভিন্ন স্থানে ব্যপক প্রচারণা চালায়। 
তারা শহরের ইমাম উদ্দিন স্কয়ার ও নিউ মার্কেট এলাকাতে প্রচারণার অংশ হিসেবে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

এসময় জাতীয় যুব শক্তি, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ, সদস্য সচিব সাইম হোসেন, মুখ্য সংগঠক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল সরদার, যুগ্ন সদস্য সচিব মহিউদ্দিন খলিফা রিফাত, এনামুল হক দুলাল ও সায়েম ইসলাম উপস্থিত ছিলেন।

তারা বিভিন্ন স্থানে উপস্থিত হয়ে উপস্থিত নানা শ্রেনী পেশার মানুষকে জুলাই সনদের প্রয়োজনীয়তা তুলে ধরে হ্যাঁ ভোটের পক্ষে জনমত তৈরি করেন।

এসময় ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক জোনায়েদ মাহমুদ বলেন, ২৪ পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই প্রত্যাশার বাস্তবায়নে জুলাই সনদ বাস্তবায়ন করা জরুরী। আর সে লক্ষ্যে গণভোটে অংশ নিয়ে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করতে হবে। তিনি জানান, সর্বত্রই মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি। মানুষ পরিবর্তন চায়, পুরোনো সিস্টেম ভাংতে চায়। 
এসময় তিনি দাবী করেন, যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তারাই কেবল “না” ভোটে পক্ষে থাকবে। 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ