• ঢাকা শনিবার
    ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

সিডনি - ২

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৯:৩১ পিএম

সিডনি - ২

মু আ কুদ্দুস

হোঁচট খেতেই হচ্ছে 
সময় মিলছে না কিছুতেই  
মিলাতে পারছি না অন্য আবহাওয়ার রঙ 
রোদে পুড়লেও ঝলসে না মানুষ 
শহর যান শব্দে কাতর 
বাতাসে উড়ে মায়াবতী রঙ 
সাদা রঙের দেশে বহুক্ষণ আকাশে আলো 
মাটি বরাবর অন্ধকার ছায়া 
তখন রাতের সন্ধ্যা গড়িয়ে  যায় অনেক দূর

বিচিত্র আবহাওয়া 
কোথাও তাপমাত্রায় ডিম পুড়ে 
অন্যখানে ঠান্ডায় কাঁপে মানুষ-পথঘাট 
হীম হাওয়া উড়ে 
সাদা মেঘ সারাক্ষণ সাগর ছুঁয়ে যায় 
সাগর হাওয়ায় বুঁদ হয়... 
নীল নয়না রমণীর উচ্ছ্বাস করে সূর্য স্নান।

সিডনি,ক্যানবেরা -মেলবোর্ন 
সবখানে নিজস্ব সময় হাঁটে ভিন্ন আবহাওয়া 
সিডনিতে সকাল আট হলে 
বাংলাদেশে শেষ রাত তিনটা
মোরগ ডাকার সময় - শুকতারা ডুবে যায়
সূর্য উদয় ভোর ছ‍‍`টা হলে সূর্যাস্ত হয় আটে।

এখানে দেখি অচেনা বৃক্ষ
পাতা সবুজে মাটি ছুঁয়ে যায় সবখানে 
এখানে প্রতিদিন নিষ্পাপ দিন ফুটে ওঠে।

একত্রিশে জানুয়ারি/দুই হাজার ছাব্বিশ।
সিডনি, অষ্ট্রেলিয়া থেকে।

আর্কাইভ