• ঢাকা শুক্রবার
    ০২ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ ১৪৩২

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৬:৪২ পিএম

৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সরকার যদি জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির খুনিদের বিচার করতে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ সরকার পতনের আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন প্লাটফর্মটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে তিনি এই কথা বলেন।

জাবের বলেন, আমাদের কথা খুব পরিষ্কার। আমাদের কোনো লুকোচুরি নেই।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচারকার্য সম্পন্ন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ৩০ কার্যদিবসের পরে সরকার পতনের আন্দোলন শুরু করব। যেই সরকার ওসমান হাদির খুনি এবং এই খুনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের গ্রেপ্তার বা তাদের সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ হচ্ছে, সেই সরকারের তো ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নেই।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে, শুধু খুনি নয়, এই খুনের পেছনে যারা রয়েছে, প্রত্যেককে আইডেন্টিফাই করে এরপরে চার্জশিট দাখিল করতে হবে। যদি মনে করেন যে, যারা এই খুনের পেছনে রয়েছে, তাদের ব্যাপারে মুখ খুললে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, আপনাদের ক্ষমতায় থাকবার দরকার নাই

জাবের বলেন, আজকে ওসমান হাদিকে গুলি করার ২১তম দিন এবং তার শাহাদাতের ১৫তম দিন। এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো সংবাদ শুনতে পাই নাই, যেটার কারণে আমাদের বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে। কারণ সরকার এখন পর্যন্ত আমাদের এইটুকুও জানাতে সক্ষম হয়নি যে, আসলে খুনিটা কোথায় আছে? এবং এর পেছনে কারা কারা রয়েছে?

তিনি বলেন, নির্বাচন তো হবে এবং হতেই হবে। কিন্তু আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে, কারা ক্যান্টনমেন্টে গিয়ে হাজিরা দিয়েছে? কারা এই সরকারকে দুর্বল করছে? ক্যান্টনমেন্টের বাইরে এসে জনগণের একটা সরকার হওয়া প্রয়োজন, সেটা কারা উপলব্ধি করতে পারছে না?

ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার রাস্তায় প্রকাশ্যে গুলি করে দুই সন্ত্রাসী।

গত ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গুলি করার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা।

ওসমান হাদির রাজনৈতিক সতীর্থদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে পতিত শক্তি আওয়ামী লীগের হাত আছে।

আর্কাইভ