• ঢাকা সোমবার
    ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দুদকের সাবেক চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলার আবেদন

প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৭:৫৯ পিএম

দুদকের সাবেক চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলার আবেদন

সিটি নিউজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জালিয়াতি করে ও মিথ্যা নালিশ এনে মামলা করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

এরই মধ্যে বাদীর জবানবন্দী গ্রহণ করেছে আদালত। আগামী ২৫ শে মে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

আজ রোববার ঢাকার একটি বিচারিক আদালতে এ আবেদন করেছেন হারুন অর রশিদ নামের একজন ব্যক্তি।

মি. চৌধুরী ছাড়াও আরো যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন দুদকের সাবেক কমিশনার হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেস উর রহমান।

মামলার আবেদনে বলা হয়েছে, আসামিরাসহ অচেনা ব্যক্তিরা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলা করার আগে ‘মিথ্যা অভিযোগ সৃজনে’ যে পরিকল্পনা, বৈঠক ও ষড়যন্ত্র করেছেন, তা বাংলাদেশের বিদ্যমান আইনে শাস্তিযোগ্য অপরাধ।

আর্কাইভ