
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৮:১৯ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীদের সাথে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা অবসান হয়েছে। ধাপে ধাপে এনবিআর কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ মে) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাস্তবায়ন করতে ঈদের পর প্রজ্ঞাপন জারি করা হবে। কার্যকরের পর ধাপে ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে। তবে এখন অধ্যাদেশের কোনও পরিবর্তন হবে না।
প্রসঙ্গত, গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করে। এরপর থেকে অধ্যাদেশের কয়েকটি ধারায় সংস্কার দাবি করে এনবিআরে কর্মরতরা। এই দাবিতে কয়েকদিন ধরে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন তারা। এতে কাস্টমস ও রাজস্ব আদায় স্থবির হয়ে পড়ে।