 
              প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:১০ পিএম
 
                 
                            
              ২০২৫-২৬ অর্থবছরের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা বিবেচনায় আগেই নির্বাচনী বাজেট করে রেখেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনী বাজেট নিয়ে সরকার কোনো কার্পণ্য করবে না—বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত কমিটিতে।
এদিকে বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলেন, এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিনদিন বন্ধ থাকলেও আমদানি-রফতানির ওপর খুব বেশি প্রভাব পড়েনি। তবে আর্থিকভাবে কতটা ক্ষতি হয়েছে, সে হিসাব এখনও হয়নি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের পরিচালনার দায়িত্ব আগামী ছয় মাসের জন্য নতুন একটি প্রতিষ্ঠানকে দেয়া হবে। কারা পাবেন, তা নিয়ে বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      