• ঢাকা বৃহস্পতিবার
    ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ১১:৪০ পিএম

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অতিভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা বোর্ডের আওতাধীন বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন বুধবার (৯ জুলাই) রাত পৌনে দশটায় এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার শুধু মাত্র বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। কুমিল্লা বোর্ডের অধীনে মোট ৬টি জেলার মধ্যে ফেনী জেলার পরিস্থিতি সবচেয়ে সংকটাপন্ন। পানি বৃদ্ধির কারণে অনেক শিক্ষার্থী ও কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-পরীক্ষকরা ঠিকমতো কেন্দ্রে পৌঁছাতে না পারার শঙ্কা রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। 
 

আর্কাইভ