• ঢাকা শনিবার
    ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২

একটা বিপৎসংকুল সময় পার করছি: সেনাসদর

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৯:১৫ পিএম

একটা বিপৎসংকুল সময় পার করছি: সেনাসদর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে একটি ‘বিপৎসংকুল’ অবস্থা বিরাজ করছে বলে মনে করছে সেনাসদর। এমন পরিস্থিতি থেকে উত্তরণের সহযোগিতা কামনাও করেছে তারা।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানানো হয়।

ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ‘একটা বিপৎসংকুল সময় আমরা পার করছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম বলেন, ‘সকল আইনশৃঙ্খলা বাহিনীকে একত্রে কাজ করতে হবে। যাদের অগ্রভাগে কাজ করার কথা তাদের আরও কার্যকর হতে হবে।’

‘আর সেনাবাহিনীর কথা বিশেষভাবে বললে, তাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তারা শুধু তল্লাশি ও অপরাধীদের গ্রেপ্তার করতে পারে। গ্রেপ্তারের পর সেনাবাহিনীর করার কিছু থাকে না। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে’, যোগ করেন তিনি।

আর্কাইভ