
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৯:৫০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ‘নো হল পলিটিক্স’ দাবিতে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন এবং রাত ১টার পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
পরে রাত ২টার পর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে এসে জানান, ২০২৪ সালের ১৭ জুলাই হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত হয়েছিল, তা বহাল থাকবে এবং স্ব স্ব হল প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি ছাত্রদল নেতাদের সঙ্গেও কথা বলবেন বলে জানান।
ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর মধ্যে কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অন্যদিকে, হাজী মুহম্মদ মুহসীন হল ও এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং টিএসসি চত্বরে একত্রিত হন। এরপর অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘হল কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “গুপ্ত কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।