• ঢাকা সোমবার
    ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫, ০১:৪৩ পিএম

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতি চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

সিইসি এ এম এম নাসির উদ্দিন ছাড়াও অন্য নির্বাচন কমিশনাররা বৈঠকে রয়েছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল রয়েছে।

গেল সপ্তাহে বিএনপি ও এনসিপি প্রতিনিধির দল সিইসির সাথে বৈঠক করেছে। এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন।

গত নভেম্বরে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি পুনর্গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি দ্রুত এগোয়। পরে গণভোট যুক্ত হওয়ায় প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ হয়। সরকার আগেই জানিয়েছিল, দুই নির্বাচন একসঙ্গে হবে।

প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট অনুষ্ঠিত হবে

 

বর্তমানে নিবন্ধিত অর্ধশতাধিক রাজনৈতিক দল রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবার ভোটের বাইরে থাকছে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ