• ঢাকা রবিবার
    ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

তিন দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:৪৫ পিএম

তিন দাবিতে বাকৃবি শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

সিটি নিউজ ডেস্ক

তিন দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকাল থেকে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীদের দাবি, ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডে কৃষিবিদদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। এছাড়া ৯ম গ্রেডে বিএডিসি এর কোটা বাতিল করতে হবে।

তারা বলেন, দীর্ঘদিন ধরে এসব দাবি জানানো হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দাবি আদায় না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

কৃষিবিদ ঐক্য পরিষদের ৩ দফা দাবি হচ্ছে:

১। ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/ উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।
২। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।
৩। কৃষি অথবা কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে ‘কৃষিবিদ’ পদবী ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

জাতীয় সম্পর্কিত আরও

আর্কাইভ