• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

বহিরাগতদের আটকাতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে: ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৯:২৭ পিএম

বহিরাগতদের আটকাতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে: ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

চট্টগ্রাম ব্যুরো

চাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মো. ইব্রাহীম হোসেন অভিযোগ করেছেন, ভোটকেন্দ্রে ছাত্রদলের আলাওল হলের জিএস প্রার্থীসহ অনেকের সঙ্গে বহিরাগতদের দেখা গেছে। অথচ পরিচয়পত্র ছাড়া কেউই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের কথা নয়। প্রশাসন বহিরাগতদের আটকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

বুধবার সন্ধ্যায় ছয়টায় এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ইব্রাহীম হোসেন। বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এ সংবাদ সম্মেলন হয়। তিনি এ সময় আচরণবিধি লঙ্ঘন করার পরও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেন, হাতের কালি অমোচনীয় হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এ কালি মুছে যাচ্ছে। নির্বাচন কমিশন ও প্রশাসন এ বিষয়ে আরও সচেতন হতে পারতেন।

তিনি বলেন, প্রকৌশল অনুষদ ভবনে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই ১০ থেকে ১৫ টি ব্যালট দেওয়ার অভিযোগ উঠেছে। অসতর্কতার কারণে এমনটি হয়েছে বলে জানানো হয়েছে। তবে এই অসতর্কতার কারণে প্রিসাইডিং কর্মকর্তাকে জবাবদিহির আওতায় আনতে হবে।

আর্কাইভ