• ঢাকা রবিবার
    ১৯ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

শাপলা ছাড়া চাপিয়ে দেয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০২:৩৬ পিএম

শাপলা ছাড়া চাপিয়ে দেয়া মার্কা মানবে না এনসিপি: হাসনাত

সিটি নিউজ ডেস্ক

এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, শাপলা ছাড়া চাপিয়ে দেয়া কোনও প্রতীক মানবে না এনসিপি। এই কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারবে কিনা, ইসির আচরণ আর কার্যক্রম দেখে এমন সন্দেহ প্রকাশ করেছে দলটি।

রোববার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দের শেষ দিনে ইসি সচিব আখতার আহমেদের সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন হাসনাত। 

তিনি আরও বলেন, আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। তারা শাপলা না দেওয়ার পক্ষে কোনো আইনগত ব্যাখ্যা দিতে পারে নাই। শাপলা ছাড়া কোনো বিকল্প নেই।

হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রমে মনে হচ্ছে তারা প্রাতিষ্ঠানিক স্বৈরাচারে পরিণত হয়েছে। কীভাবে রাজনৈতিক দলের প্রতীক অন্তর্ভুক্ত হয়েছে বিধিমালায়, শাপলা কেন অন্তর্ভুক্ত হয়নি এসব নিয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যযুগীয় রাজা-বাদশার কাজের সঙ্গে নির্বাচন কমিশনের কাজের সাদৃশ রয়েছে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ওপর চাপিয়ে দিচ্ছে, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নেই। স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিলে সাবেক সিইসি নুরুল হুদার মত পরিণতি হবে বলে মন্তব্য করেন হাসনাত। 

ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা আছে নির্বাচন কমিশনের কার্যক্রম দেখে আমর দৃঢ়ভাবে বিশ্বাস করি এই নির্বাচন কমিশনের, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের যোগ্যতা রাখে না। এই কমিশন মেরুদণ্ডহীন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে।  নির্বাচন কমিশন যে প্রতিষ্ঠান বা দল নিয়োগ দিয়েছে তাদের পারপাস সার্ভ করছে। শাপলা ছাড়া বিকল্প কোনো প্রতীক নেয়া হবে না না বলেও মন্তব্য করেন হাসনাত।  

এদিকে, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপি’র জন্য প্রতীক বাছাইয়ের শেষ দিন আজ। এ সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে বলে জানায় কমিশন। এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি শাপলার ৭টি নমুনা দিয়ে বলছে এর যেকোন একটি ছাড়া অন্য কোনো প্রতীকের নিবন্ধন নেবে না দলটি।

আর্কাইভ