প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৭:০৬ পিএম
সকল সম্প্রদায়কে মূল সম্প্রদায়ের সাথে এক করা আমাদের দায়িত্ব। ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল সমস্যার সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতনে ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, সকল সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। পাশাপাশি তাদের সংস্কৃতি তুলে ধরতেও সাহায্য করতে হবে। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্রময় সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমী গঠন করা হবে। এছাড়া, সরকারিভাবে ওয়ানগালা পালনের বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।