• ঢাকা সোমবার
    ১০ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

ঢাকায় দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০১:৫৭ পিএম

ঢাকায় দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে খুন হয়েছেন এক ব্যবসায়ী। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

সিটি নিউজ ডেস্ক

রাজধানীর সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে তারিক সাইফ মামুন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ হত্যাকাণ্ডটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি (তারিক সাইফ মামুন) ধাওয়া খেয়ে দৌড়ে হাসপতালের ভেতর ঢুকছেন। তার পেছনে ২ ব্যক্তি পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। হামলাকারীদের একজনের মুখে মাস্ক পরা। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। গুলি ছুড়ে তারা পালিয়ে যান।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনের রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

নিহত মামুনের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে নিহত ব্যক্তির ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে উপস্থিত হয়ে নিহতের পরিচয় শনাক্ত করেন।

ফাইজুল হক অপু আরও জানান, নিহত তারিক সাইফ মামুন একজন ব্যবসায়ী। এর আগে, গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।
 

আর্কাইভ