প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১১:০৬ এএম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে সাধারণ জনগণ অবরোধ সৃষ্টি করেছেন। এর ফলে এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, এবং পথচারীদের জন্য ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে কলেজগেট এলাকায় সমবেত হন। তারা গাজীপুর-৬ আসন বাতিলের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগান দেন।
বিএনপির স্থানীয় নেতারা জানিয়েছেন- গাজীপুর-৬ আসন তাদের নির্বাচনী অধিকারের অংশ এবং আদালতের মাধ্যমে এই আসন বাতিল করা তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার সমান। তারা এই সিদ্ধান্ত মানতে রাজি নন।
একই দাবিতে গাজীপুর-৬ আসন রক্ষা কমিটির ব্যানারে জামায়াতে ইসলামী নেতাকর্মী এবং সাধারণ নাগরিকরা গাজীপুরের এশিয়া পাম্প এলাকায় মানববন্ধনও আয়োজন করেন।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালের অবরোধের ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী, গাজীপুর, উত্তরা এবং বিমানবন্দর এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং আংশিকভাবে সড়ক বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।