প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০১:৪৪ পিএম
গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ তিন আসামির নামে করা মামলার রায় পড়ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, এ রায় ৪৫৩ পৃষ্ঠার। ছয় ভাগে রায় ঘোষণা হবে।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর এ রায় ঘোষণা শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়ছেন বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। দ্বিতীয় অংশ পড়বেন বিচারপতি মো.শফিউল আলম মাহমুদ। শেষাংশ পড়বেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।