• ঢাকা সোমবার
    ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, তফসিল শিগগিরই

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৬:৩৬ পিএম

ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, তফসিল শিগগিরই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে ১০তম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

সানাউল্লাহ বলেন, খুব শিগগির এই সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হবে। ভোটের আগের রাতেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে।

তিনি বলেন, ভোটগ্রহণ শুরু হবে সাড়ে ৭টায়। চলবে সাড়ে ৪টা পর্যন্ত। আগের চেয়ে এক ঘণ্টা বাড়বে। গণভোটের প্রশ্ন বড় করে কেন্দ্রের ভেতর লাগিয়ে দেওয়া হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার তিন দিন পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশের ভেতরের ভোটারদের নিবন্ধন চলবে।

আর্কাইভ