• ঢাকা বৃহস্পতিবার
    ১১ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, দেশেই সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে‍‍`

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২০ পিএম

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, দেশেই সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে‍‍`

সিটি নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পাশাপাশি সাড়াও দিচ্ছেন তিনি— এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ বলেন, দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম সেবা নিশ্চিত করা হচ্ছে। তবে যে কোনও প্রয়োজনে দেশের বাইরেও নেয়া হতে পারে তাকে।

এসময় শারীরিক এ সংকটময় অবস্থা যেন খালেদা জিয়া সফলভাবে কাটিয়ে উঠতে পারে, এজন্য সবার দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন তিনি।

এছাড়া কোনো ধরনের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. জাহিদ।

আর্কাইভ