
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৭:২৪ পিএম
ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হত্যাকান্ড ও সারাদেশে বিদ্যমান রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের প্রতিবাদে শনিবার ( ১২ জুলাই) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আহ্বায়ক কাজি রিয়াজ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জনি বিশ্বাস।
এ সময় বক্তারা ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে দেশের বিভিন্ন ধরনের অরাজকতা , সন্ত্রাস হত্যা চাঁদাবাজি রাহাজানির মত ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না ।ছাত্র জনতা গত পাঁচ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে।এছাড়া দেশে সংগঠিত প্রত্যেকটা বিচারের জন্য অন্তবতী কালীন সরকারের হস্তক্ষেপের দাবি জানানো হয় ।
বক্তারা আরো বলেন, দিন দিন দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে উঠছে ,দেশে খুন ধর্ষণ রাহাজানি রাজনৈতিক সংঘর্ষ বেড়ে চলছেই , এর দায়ভার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিতে হবে।
এভাবে একটা দেশ চলতে পারে না । ৫ ই আগস্ট এর পূর্বে ছাত্র জনতা মাঠে ছিল এখনো ছাত্র জনতা মাঠে আছে এবং ভবিষ্যতে থাকবে। দেশের পরিস্থিতি খারাপ হলে আবারও পূর্বের মতো ছাত্র জনতা তা প্রতিহত করবে।
বক্তারা জানান, ঢাকার মিডফোর্ডে নিহত ব্যবসায়ী সোহাগের হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চায় জনগণ।
উল্লেখ্য, সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।