• ঢাকা শনিবার
    ১২ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নির্বাচনের টার্নিং পয়েন্ট: পরওয়ার

প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১০:৩৯ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ নির্বাচনের টার্নিং পয়েন্ট: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে জামায়াতে ইসলামীর নেতাদের কাজ করতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশ হলো তার ‘টার্নিং পয়েন্ট’। এখন থেকে সবাইকে ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার বিশেষ সদস্য (রোকন) সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে, কারণ ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ ‘সবার চাওয়া-পাওয়া’।

জামায়াতের মহানগর নেতারা দাবি করেছেন, দলটির এই বিশেষ সদস্য সম্মেলনে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ১০ হাজার পুরুষ ও মহিলা রোকন সদস্য অংশ নিয়েছেন করেছেন।

রাষ্ট্র সংস্কারে আলোচনা চলার মধ্যে ২০২৬ সালের ফ্রেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আভাস মিলেছে। জুন মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণায় এ আভাস দেওয়া হয়।

এরপর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ইসলামপন্থি দলগুলোর জোটবদ্ধ নির্বাচনের সুর শোনা গেছে, সেখানে জামায়াত নেতা গোলাম পরওয়ারও অতিথি হিসেবে বক্তব্য রেখেছিলেন।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের নায়েবে আমির আ. রহমান মুসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত।

আর্কাইভ