• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রাজপথে প্রাণ গেলেও এই সরকারের অধীনে নির্বাচনে যাব না: আমান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৯:৫০ পিএম

রাজপথে প্রাণ গেলেও এই সরকারের অধীনে নির্বাচনে যাব না: আমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজপথে প্রাণ গেলেও বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) এমন কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। 

জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আলোচনা সভায় তিনি আরও বলেন, ’নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। আরেকটি নির্বাচন কমিশন গঠনের নামে নতুন নাটক করে কোনো লাভ হবে না। ‘

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায় টিকে আছে। সরকারের সুবিধাভোগীরা চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।

নজরুল ইসলাম খান আরও বলেন, ’গণতন্ত্রকামী সবার সঙ্গেই বিএনপির ঐক্য হবে। বর্তমান সরকার নিশিভোটের সরকার। স্বৈরাচার ও নির্যাতনকারীরা ক্ষমতা দখল করে আছে। গণতন্ত্র যারা চায়, তারাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে থাকবে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আটক হয়ে আছেন খালেদা জিয়া।’



ফিরোজ
আর্কাইভ