• ঢাকা বুধবার
    ২২ মে, ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১

আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ আজ

প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০৪:৫০ পিএম

আ.লীগ ও জাতীয় পার্টির সঙ্গে ইসির সংলাপ আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩১ জুলাই) এই দুই দলের সঙ্গে বসার পর শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ।

এদিন বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে ইসি। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে বলে জানা গেছে।

এছাড়া সকাল ১০টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ২০২১ পঞ্জিকা বছরের নিরীক্ষিত হিসাব প্রতিবেদন দাখিল করবে আওয়ামী লীগ। পরে বিকাল ৩টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিনিধি দল ইসির সংলাপে অংশ নেবে।

গত ১৭ জুলাই থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। প্রথমদিন সংলাপে বসে চারটি দল। প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধির এ সংলাপে অংশগ্রহণের সুযোগ রেখেছে ইসি।

তবে এবারও ইসির সংলাপে যোগ দেয়নি বিএনপি। এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি সংলাপ করলেও বিএনপি তাতেও অংশ নেয়নি। এছাড়া দলটির জোটে থাকা অন্যান্য দল এবং আওয়ামী লীগের জোটে থাকা বেশ কয়েকটি দলও এবারের সংলাপে অংশ নেয়নি।

এআরআই

আর্কাইভ