 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৪:৩৪ পিএম
 
                 
                            
              বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সস্ত্রীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৪০) সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তারা। 
সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে মির্জা ফখরুল এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার স্ত্রী রাহাত আরা বেগম চিকিৎসা নেবেন বলে জানা গেছে। 
চিকিৎসা শেষে আগামী সপ্তাহে তাদের দেশে ফেরার কথা। দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা ফখরুল।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টার্নাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতিবছরই চিকিৎসার (ফলোআপ) জন্য তাকে সেখানে যেতে হয়।
এনএমএম/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      