• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০৭:৪৮ পিএম

বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার ব্যর্থতার দায়ে বিএনপির টপ টু বটম পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৪ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিল আর বেগম জিয়ার মুক্তি সরকার আটকে রাখেনি। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই। আর খালেদা জিয়ার মুক্তি আদালতের হাতে। এখানে সরকারের কিছু করার নেই।’

জামায়াতে ইসলামির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জামায়াতের বিষয়টা আদালতে আটকে আছে। সরকার সরাসরি তাদের সভা-সমাবেশে হস্তক্ষেপ করতে পারে না। এটি আদালতের ব্যাপার।’

তিনি আরও বলেন, `আমাদের প্রথম কাজ হবে, দেশের জনগণ ও পরিবেশ রক্ষা করা। এ কাজগুলো আমাদের আগে করতে হবে।‍‍`

সড়কের নিরাপত্তার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, `যে মানুষের জন্য আমরা এতকিছু করছি, রাস্তায় সে মানুষগুলোর নিরাপত্তা দিতে হবে। জীবিকার জন্য মানুষকে রাস্তায় নামতেই হয়। সেখানে তাদের নিরাপত্তা দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।‍‍`

এ ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থায়ন করার জন্য বিশ্ব ব্যাংককে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

 

জেকেএস/

আর্কাইভ