 
              প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩, ০৭:৩৮ পিএম
-20230811073822.jpg) 
                 ছবি: সংগৃহীত
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যেই দল করে মেম্বার ইলেকশনও করা যায় না সেই দল করে লাভ কি? তাদের এখন তারেক জিয়া লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।
শুক্রবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আশা করেছিল উজরা জেয়া তাদের প্রত্যাশা নিয়ে কথা বলবে কিন্তু কিছুই বলেনি। তারা বুঝতে পেরেছে বিদেশিদের কাছে কয়েক বছর ধরে ধর্না দিয়ে কোনো লাভ নেই। কেউ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু বলছে না। এখন তারা ভিন্ন কথা বলছে। এবার যদি বিএনপি জাতীয় নির্বাচন বর্জন করে তাহলে তারা খাদের কিনারায় পৌঁছে যাবে।
বিএনপিকে সাবধান করে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির গণমিছিল থেকে যদি মানুষের জানমালের ওপর হামলা করা হয় আমরা ছেড়ে দেব না।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      