 
              প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ১০:৩৪ পিএম
 
                 
                            
              বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধের প্রথম দিনে সতর্ক অবস্থান রয়েছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ। দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর নেতৃত্বে তারা যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে বিক্ষোভ মিছিল করেন।
কাজী মনিরুল ইসলাম এমপি বলেন, বিএনপি-জামায়াত দেশ ও মানুষের শত্রু। তারা আবার আগুন খেলায় মেতে ওঠেছে। মানুষকে পুড়িয়ে মারা শুরু করেছে। ডেমরায় ঘুমন্ত চালককে বাসে পুড়িয়ে মেরেছে।
এদিকে ঢাকা-৫ এর জাতীয় সংসদ নির্বাচনের ১৪ দলের সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্নার নেতৃত্বে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্কের সামনে অবস্থান নিতে দেখা যায় নেতাকর্মীদের। যাত্রাবাড়ি থানা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এসময় ওয়ার্ড কাউন্সিলর হাজি আবুল কালাম অনু, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিনসহ নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ডে অবস্থান নেন কদমতলী থানা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশের লোকজন।
এসময় উপস্থিত ছিলেন কদমতলী থানা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক অধ্যক্ষ খান মোহাম্মদ জাহিদ, ৬০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াসি উদ্দিন নূরানীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      