 
              প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০২:০২ পিএম
 
                 
                            
              অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আকাঙ্ক্ষাকে বিতর্কিত করলে জনগণ আবার অধিকার হারাবে। অন্যশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। নির্বাচনে কে ক্ষমতায় আসবে সেটা মুখ্য বিষয় নয় বলেও জানান তিনি।
এসময় নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের পথে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক। এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না বলেও শঙ্কার কথা জানান তিনি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      