• ঢাকা মঙ্গলবার
    ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারে যারা ‍‍`একটি দলের‍‍` প্রতিনিধির কাজ করেছে, তাদের পদত‍্যাগ করতে হবে: ইশরাক

প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৬:১৩ পিএম

সরকারে যারা ‍‍`একটি দলের‍‍` প্রতিনিধির কাজ করেছে, তাদের পদত‍্যাগ করতে হবে: ইশরাক

সিটি নিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকারের একটি অংশের মধ্যে "ক্ষমতার লোভ" জন্ম নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

নিরপেক্ষতা বজায় না রেখে তারা "একটি দলের প্রতিনিধির" কাজ করেছে অভিযোগ করে সরকার থেকে তাদের পদত্যাগ করার দাবি জানিয়েছেন মি. হোসেন।

"যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে-তাই নয়; বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে, তাদের অবিলম্বে পদত‍্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে," সোমবার দুপুরে নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে লিখেছেন ইশরাক হোসেন।

এমন একটি সময় ইশরাক হোসেন এমন দাবি জানালেন, যখন তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ছয় দিন বিক্ষোভ করছেন তার সমর্থকরা।

"মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় বাক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিলো মুখ্য উদ্দেশ্য"

"এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটার অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কি ভূমিকা পালন করবে- তা ক্লিন কাট বুঝিয়ে দিল," বলেন মি. হোসেন।

এর আগে, সোমবার সকাল দশটার দিকে ঢাকার দক্ষিণের মেয়র ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাক হোসেনের সমর্থকেরা।

তাদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন প্রকাশের পরও উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

আর্কাইভ