
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:০৪ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ, ভারত, বিএনপি ও নির্বাচন কমিশন সব একপক্ষে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। বিএনপি ভারতের পক্ষে কাজ করছে, দলটিকে বাংলাদেশপন্থি রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, এনসিপির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে ইসি। ইসি একটি দলের পক্ষ নিয়ে তাদেরকে সুবিধা দিচ্ছে। অসাংবিধানিক আচরণের জন্য ইসি কমিশনারের পদত্যাগের দাবি জানাচ্ছি।
পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক না পেলে ভোগান্তি হয় এমন কর্মসূচি দেবো না। আইনের মধ্যেই সংগ্রাম জারি রাখবো। এ সময় প্রাথমিক শর্তাবলি পূরণ করে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
প্রতীক প্রশ্নে কোনো ছাড় নয় জানিয়ে তিনি বলেন, মানুষ যখন শাপলায় ভোট দিতে উদগ্রীব হয়ে আছে, তখন এটি দেয়া হচ্ছে না। শাপলা পেতে কোনো আইনি বাধা নেই বলেও জানান তিনি।
বেশ কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে পাটওয়ারী বলেন, অনেকের আত্মীয় স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করবে এনসিপি।