
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫, ১১:১৬ এএম
গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শহিদুল আলমের এই অংশগ্রহণ শুধু সংহতির বার্তাই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকের দৃপ্ত গর্জন।
তারেক রহমান লেখেন, বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে শহিদুল আলম দেখিয়েছেন—এই দেশের মানুষ কোনো সময় নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
বিএনপি নেতা আরও জানান, তার দল সর্বদা শহিদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে।