প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ১০:২০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের ভেতরের একটি পক্ষ ঐকমত্য কমিশনের সুপারিশ উপেক্ষা করে নিজেরাই ‘ঐকমত্য কমিশন’ হওয়ার চেষ্টা করছে, যার কারণে আসন্ন নির্বাচন ঝুঁকির মুখে পড়তে পারে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, তাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটি অংশ নির্বাচন সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ-আলোচনার ভিত্তিতেই ঐকমত্য কমিশন তাদের সুপারিশ উপস্থাপন করেছে এবং সেই সুপারিশের ভিত্তিতেই সরকারের আদেশ জারি করার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ–আলোচনার কথা বলা হয়, তখন মনে হয়, সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে ‘সাপ-লুডো খেলছে’।
তিনি বলেন, আমরা ৯৬-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার তিনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে।
আখতার হোসেন অতি দ্রুত সরকারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারকে নিজেকেই দায়িত্ব নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। একই সঙ্গে সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্যদিয়ে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করা এবং গণভোটের মাধ্যমে অর্জিত জনগণের অভিপ্রায় স্বয়ংক্রিয়ভাবে যেন বাস্তবায়িত হয়, সেই সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি।
তিনি জোর দিয়ে বলেন, যদি সরকার দ্রুত এই আদেশ জারি না করে, তবে নির্বাচন ঘিরে তৈরি হওয়া সংকট আরও প্রকট আকার ধারণ করতে পারে।