প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৫৪ পিএম
বাংলাদেশের ওপর দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ ও সহযোগিতামূলক আচরণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থরক্ষায় একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলেও জানান তিনি।
শনিবার (১৫ নভেম্বর) চাপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, পানির হিস্যা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। নির্বাচিত সরকার থাকলে জনগণের সমর্থন নিয়ে দেশের স্বার্থ রক্ষায় যেকোনও দাবি আদায় সহজ হয় বলেও জানান তিনি।
এসময় বাংলাদেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবিকা বিনষ্ট করা হয়েছে। পদ্মার পানি বণ্টন নিয়েই মূল সমস্যা। নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের স্বার্থ হাসিল কঠিন হবে। বিএনপি ক্ষমতায় আসলে পদ্মা, তিস্তার পানি বণ্টন ও ফারাক্কা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এদিন দুপুর ২টায় জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির `পদ্মা বাঁচাও` গণসমাবেশ শুরু হবে। এতেও যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।