প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৩৭ পিএম
শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এখনও আওয়ামী লীগে আছেন, তারা কোন কারণে সেই দলে রয়েছেন- এটি আমার জানতে ইচ্ছা করে। দলপ্রধানসহ নেতাকর্মীরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরও আপনারা কীসের ভিত্তিতে সেই দলে টিকে আছেন?
আসন্ন নির্বাচন ইতিহাসে স্থান পাবে দাবি করে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি হবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের সূচনা। এই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, গ্রহণযোগ্য ও প্রশংসনীয় হিসেবে ইতিহাসে স্থান পাবে।
দলের নির্বাচনী ইশতেহারকে ‘অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির সনদ’ আখ্যা দিয়ে এ বিএনপি নেতা বলেন, বিএনপি সবার সম-অধিকার ও সম্মান নিশ্চিত করতে চায়। আমাদের ইশতেহার বাস্তবায়িত হলে দেশের জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত হবে।
পথসভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।