• ঢাকা শনিবার
    ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ফকির-মিসকিন-বস্তির ছেলেমেয়েরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে: ফুয়াদ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৫:৪০ পিএম

ফকির-মিসকিন-বস্তির ছেলেমেয়েরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে: ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য এত মেরুদণ্ডহীন হয়েছে; ফকির, মিসকিন, বস্তির ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। নাম-পরিচয় নাই ওদের, শিক্ষা-দীক্ষা নাই ওদের।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

এবি পার্টির এই নেতা বলেছেন, আমাদের দেশের বুদ্ধিজীবী, গোলাম মিডিয়া ও রাজনৈতিক দলগুলো দেশের সবচেয়ে ক্ষতিকর এলিমেন্টগুলোকে জাতি-তরুণদের সামনে বন্ধু বেশে গত ৫৪টা বছর পেশ করেছে। সেটা করার মধ্য দিয়ে যেটা হয়েছে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে।

‍‍`যারা শত্রু চেনে না, যারা আজাদির লড়াই বোঝে না, যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না— ওই সকল ক্লাউন গোলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা। তারা প্রত্যেক পাড়া-মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারা আগামী সংসদটাকে কীভাবে আজাদির সাথে বেঈমানি করে, গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে‍‍`— যোগ করেন তিনি।

বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না উল্লেখ করে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশের সাংবাদিক-সুশীলরা এ দেশের আজাদির লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না।

তিনি বললেন, যারা বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ান নাই, যারা বাংলাদেশের অলিতে-গলিতে টং দোকানে আজাদির আকাঙ্ক্ষা বুঝেন না, যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল কথা। এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ। এটাই হচ্ছে বাংলাদেশ দুই (বাংলাদেশ ২.০)। সেই বাংলাদেশ দুইয়ের লড়াইয়ে একটা-দুইটা বুলেট না, লক্ষ বুলেট দিয়েও এই আজাদির লড়াই বন্ধ করা যাবে না।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেছেন, হেফাজতের গণহত্যা হয়েছে, ১ লাখ ৬৪ হাজার বুলেট ছুড়েছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। বিরোধী দলের ১৫ হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই। পিলখানায় গণহত্যা করেছেন, আমার ৫৭ জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন, দিল্লির আধিপত্য টিকে থাকে নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ১৬ বছর ধরে। গোলাম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেকদিন তথ্যসন্ত্রাস করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই।

শত্রুদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মাটির রঙ বুঝেন নাই। আজাদির রঙ চেনেন নাই। ওটা আওয়ামী লীগের পতাকার রঙ না, ওটা লাল সবুজের রঙ। ওটার জন্য লাখ লাখ মানুষ জীবন দেয়ার জন্য যেমন প্রস্তুত আছে, আগামী দিনেও থাকবে। অতএব শত্রুরা সাবধান! লক্ষ বুলেট প্রস্তুত রাখতে পারেন। আমরাও লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে বাংলার আনাচে-কানাচে আমার স্বাধীনতা, আজাদির লড়াই চালিয়ে যাবো। শরীফ ওসমানদেরকে নতুন করে পাড়া-মহল্লায় আবার পরিচিত করানো হবে এবং সেভাবেই প্রজন্ম থেকে প্রজন্ম ইনকিলাব জিন্দাবাদ হয়ে থাকবে।

আর্কাইভ