প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৭:২০ পিএম
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল অলির এলডিপি। রোববার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি নিজেদের জোটে নতুন দুই দলের অন্তর্ভূক্তির কথা উল্লেখ করে বলেন, `এনসিপি আর আমাদের (জামায়াত) একটু আগে বৈঠক শেষ হয়েছে। তবে, তারা (এনসিপি) এই বৈঠকে আসার সময় এবং সুযোগ পাননি।`
জামায়াত আমির বলেন, `এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম টেলিফোনে জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের সিদ্ধান্ত আমাদের অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেবেন।`
জামায়াত আমির বলেন, তাদের আসন সমঝোতা প্রায় সম্পন্ন। সামান্য কিছু বিষয় রয়েছে, যেগুলো নমিনেশন ফাইল করার পর পরই আলাপ-আলোচনার ভিত্তি সুন্দরভাবে সমাধান করা সম্ভব হবে।
ডা. শফিকুর রহমান বলেন, দুইটা দল একেবারে শেষ পর্যায়ে তাদের সাথে মিলিত হয়েছেন। আরও অনেক দল আগ্রহী ছিলেন।
বলেন, জোট প্রক্রিয়ায় এই মুহূর্তে অন্যদের সম্পৃক্ত করা খুবই দুরূহ। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও তাদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু জাতীয় স্বার্থে তাদের সাথে নিয়ে কাজ করবে জামায়াত, এমনটা উল্লেখ করেন তিনি।