• ঢাকা শুক্রবার
    ১৮ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বাসায় ফিরে ভক্তদের ধন্যবাদ জানালেন পেলে

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৪:১৭ পিএম

বাসায় ফিরে ভক্তদের ধন্যবাদ জানালেন পেলে

ক্রীড়া ডেস্ক

ইদানীং শরীরটা ভালোই যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলের। নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে কালো মানিকখ্যাত এই ফুটবলারকে। কিন্তু এবার হাসপাতালে গিয়ে বিপাকে পড়েছেন পেলে। তার শরীরে টিউমার ধরা পড়ে। সেটি অস্ত্রোপচার করে অপসারণ করা হয়। মাসখানেক হাসপাতালে থেকে নিজ বাসায় ফেরেছেন পেলে।

বাসায় ফেরে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পেলে লিখেছেন, ‘পথ যখন কঠিন হয়ে যায়, তখন আপনার যাত্রার প্রতিটি পদক্ষেপ উদযাপন করুন। আনন্দে থাকার দিকে মনোযোগ দিন। এটা সত্যি যে, আমি হয়তো আর কখনও লাফাতে পারব না, কিন্তু বিগত কয়েকদিনে আমি স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি বাতাসে ঘুষি মেরেছি।

তিনি আরও লিখেছেন, ‘আমি অনেক খুশি বাড়ি ফিরতে পেরে। আলবার্ট আইন্সটাইন হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তারা খুবই মানবিক ও হৃদ্যতাপূর্ণ সেবা দিয়ে আমার হাসপাতালে থাকার সময়টা সুন্দর করে তুলেছেন। যারা দূর থেকে আমার জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

উল্লেখ্য, চার দশকেরও বেশি সময় আগে ১৯৭৭ সালে অবসর নেন ফুটবলের রাজা খ্যাত এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলে। মূলত তিনি তিনবার বিশ্বকাপ জয় করার জন্য এখনও বিখ্যাত হয়েছেন। এছাড়া তিনি তার ক্লাব ও দেশের হয়ে ১,৩৬৩টি ম্যাচ খেলে মোট ১,২৮১টি গোল করেছেন যা বিশ্ব রেকর্ড। সম্প্রতি তার গড়া লাতিন আমেরিকার কোনো ফুটবলারের সর্বোচ ৭৭ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন লিওনেল মেসি।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ