
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০১:০২ পিএম
ব্রাজিলিয়ান ফুটবলের জীবন্ত
কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রি। বুধবার
(১৩ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১
গোলে হারায় ভারত। এ তিন গোলের দুটি করেছেন ছেত্রি।
আন্তর্জাতিক ফুটবলে ভারতের হয়ে ছেত্রির গোলসংখ্যা দাঁড়াল ৭৯-এ। তিনটি বিশ্বকাপ জেতা পেলে ব্রাজিলের জার্সি গায়ে ৭৭টি গোল করেছিলেন। গত ম্যাচেই গোলসংখ্যায় পেলেকে ছুঁয়েছিলেন ছেত্রি। এ দিন ম্যাচের ৭১ মিনিটে সতীর্থের ফ্রিকিকে দৃষ্টিনন্দন হেডে আরও একটি গোল করেন ছেত্রি। মোট ২ গোল করে ভারত অধিনায়ক ছাড়িয়ে গেলেন পেলেকেও।
৭৯ গোল করতে ছেত্রির ১২৪ ম্যাচ লাগলেও ৭৭ গোল করতে পেলের লেগেছিল মাত্র ৯২ ম্যাচ। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও খুব বেশি এগিয়ে নেই ছেত্রির চেয়ে। ১৫৫ ম্যাচে ৮০ গোল করেছেন ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা।
শুক্রবার (১৫ অক্টোবর) বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তাই মেসির গোলের সংখ্যাটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ১৮২ ম্যাচ খেলে ১১৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় সবার উপরে আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
জেডআই/এম. জামান