প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ১২:৩৯ এএম
রাইজিং স্টার এশিয়া কাপের শিরোপা উঠলো পাকিস্তান শাহীনসের হাতে। বাংলাদেশ `এ` দলকে সুপার ওভারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সুফিয়ান মুকিমরা। আর হৃদয় ভাঙলো রিপন-সাকলাইনদের।
কাতারের দোহায় ফাইনালে রিপন-রাকিবুলদের বোলিং তোপে ১২৫ রানে অলআউট হয় পাকিস্তান শাহীনস। জবাবে বাংলাদেশ ‘এ’ দলও থামে ঠিক ১২৫ রানে। সুপার ওভারে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
ম্যাচের প্রথম বলেই ইয়াসির খানকে রানআউট করে দারুণ শুরু করে বাংলাদেশ। এরপরের ওভারের মোহাম্মদ ফায়েককেও রানের খাতা খুলতে দেননি মেহেরব। গাজী ঘোরিকে বোল্ড করেন রাকিবুল হাসান। ২৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ২৩ রান করা মারকুটে সাদাকাতকে সাজঘরে পাঠান জিশান আলম। আর রাকিবুল যখন ইরফান খানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন, তখন ৬ উইকেটে ৭৫ রানের দল পাকিস্তান। ধুঁকতে থাকা দলটার হাল ধরেন সাদ মাসুদ। শেষ পর্যন্ত তার ৩৮ রানে ১২৫ রানে শেষ হয় ইনিংস।
১৯তম ওভারেই রিপন মন্ডল নেন তিন উইকেট। রাকিবুলের ঝুলিতে ওঠে ২টি উইকেট।
জবাবে ভালো শুরুর পরও নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। এক পর্যায়ে ৫৩ রান তুলতেই ৭ উইকেট হারায় টাইগাররা। হাবিবুর রহমান সোহান করেন ২৬ রান। সুফিয়ান মুকিমের ঘূর্ণিতে ব্যর্থতার মিছিলে শামিল হন আকবর আলী, ইয়াসির রাব্বি, মৃত্যুঞ্জয়রা। সেখান থেকে জুটি গড়ে কিছুটা আশার সঞ্চার করেন মেহেরব-রাকিবুল। দলের রান যখন ৯০, তখন মেহেরবকে (১৯) সাজঘরে ফেরত পাঠান পাকিস্তানের আহমাদ দানিয়েল। ৬ রান পর ফেরেন রাকিবুলও (২৪)। শেষ জুটিতে জয়ের আশা বাঁচিয়ে রাখেন রিপন মণ্ডল ও সাকলাইন। দুজনের অবিচ্ছিন্ন ২৯ রানের জুটিতে ২০ ওভার শেষে বাংলাদেশ থামে পাকিস্তানের সমান ১২৫ রানেই। সেমিফাইনালের মতো টাই ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৬ রান। আর পাকিস্তান তা টপকে যায় ২ বল হাতে রেখেই।