প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০১:০৯ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বড় অনিশ্চয়তায় পড়েছে টুর্নামেন্টের সূচি। বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক অনুরোধের পর নতুন সূচি নিয়ে কাজ শুরু করেছে আইসিসি। প্রতিযোগিতা শুরু হতে আর মাত্র এক মাস বাকি থাকতেই এই আকস্মিক পরিস্থিতি বিশ্বকাপ আয়োজন নিয়ে জটিলতা বাড়িয়েছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ম্যাচ পুনর্বিন্যাস নিয়ে আলোচনা শুরু করেছে আইসিসি।
সাম্প্রতিক একটি সিদ্ধান্ত থেকেই এই সংকটের সূত্রপাত বলে জানা গেছে।
বিসিসিআই কর্তৃক বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল চুক্তি বাতিল করার পর বিষয়টি চরম আকার ধারণ করে। আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের কারণে বিসিসিআই কেকেআরকে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
নির্দেশ পাওয়ার পরপরই ৩০ বছর বয়সী এই পেসারকে আনুষ্ঠানিকভাবে দল থেকে মুক্তি দেয় কেকেআর। এর পরই দ্রুত প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রোববার জরুরি বৈঠক ডেকে বিবৃতি দেয় বিসিবি। সেখানে নিশ্চিত করা হয় যে, বিশ্বকাপে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বিসিবি জানিয়েছে, ভারতে খেললে বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তাদের উদ্বেগ বাড়ছে। সে কারণে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছে বোর্ড।
এ বিষয়ে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারলে পুরো বাংলাদেশ দলের পক্ষে সেখানে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করা কঠিন। সেই কারণেই আইসিসিকে বিষয়টি জানিয়ে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করা হয়েছে।
মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি তে বাংলাদেশের সব ম্যাচই ভারতের মাঠে হওয়ার কথা ছিল।
৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা বাংলাদেশের। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে নির্ধারিত ছিল।
টুর্নামেন্ট শুরু হতে কয়েক সপ্তাহ বাকি থাকায় এখন বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখে পড়েছে আইসিসি। ভেন্যু পরিবর্তন হলে নতুন করে ভ্রমণ পরিকল্পনা, আবাসন, সম্প্রচার সূচি ও টিকিট ব্যবস্থাপনা সাজাতে হবে। পাশাপাশি গ্রুপে থাকা অন্য দলগুলোর সূচিতেও প্রভাব পড়তে পারে।
পুরো পরিস্থিতি আইসিসির জন্য কঠিন সিদ্ধান্তের জায়গা তৈরি করেছে। খেলোয়াড়দের নিরাপত্তা, কূটনৈতিক বাস্তবতা এবং বৈশ্বিক টুর্নামেন্টের স্বাভাবিক আয়োজন সবকিছু সামলে এগোতে হচ্ছে তাদের। এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আলোচনা চলমান রয়েছে এবং শিগগিরই সংশোধিত সূচি প্রকাশ করা হতে পারে।