
প্রকাশিত: জুন ২১, ২০২২, ১০:১৭ পিএম
ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের
খেলোয়াড় রোনালদিনহো। ২০১৮ সালে পাকাপাকিভাবেই ফুটবলকে বিদায় জানান এই ব্রাজিলিয়ান
সুপার স্টার। মাঠ থেকে অবসর নিয়েছেন ঠিকই। তবুও খবরের শিরোনামে তিনি। এবার জানা
গেল এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রোনালদিনহো।
জানা গেছে, এসি মিলানে থাকাকালীন পর্ন তারকা সারা তোমাসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদিনহো। তবে মাত্র দুই মাস স্থায়ী হয়েছিল তাদের সম্পর্ক। পরে সারা জানিয়েছিলেন, ওই দুই মাসে তারা 'যথেষ্ট মজা' করেছিলেন।
ফুটবলারদের একাধিক সম্পর্কে জড়ানো নতুন নয়। তবে পর্ন তারকার সঙ্গে সম্পর্ক খুব একটা দেখা যায় না।
ফুটবলাররা বেশির ভাগ ক্ষেত্রেই খ্যাতিমান কোনো মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান। রোনালদিনহোর মতো ইংল্যান্ডের এক ফুটবলার আবার খেলা ছেড়ে পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে গিয়েছিলেন।
সাউদাম্পটনের যুব একাডেমির ফুটবলার ছিলেন ড্যানি মাউন্টেন। মাত্র ১৬ বছর বয়সে হাঁটুর চোটে তার ফুটবলজীবন শেষ হয়ে যায়। এর পরে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন তিনি। পর্ণ তারকা মিয়া মালকোভার সঙ্গে তার সম্পর্ক ছিল। মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন মিয়া খলিফা। তিনি লন্ডনের ওয়েস্ট হ্যাম ক্লাবের সমর্থক ছিলেন। সেই ক্লাবেরই ফুটবলার লুকাস পেরেজের সঙ্গে তার কিছুদিন সম্পর্ক ছিল। ওয়েস্ট হ্যামের বহু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে।
জেডআই/এএল