• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শীর্ষ দশে মোস্তাফিজ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২২, ১২:২৬ এএম

শীর্ষ দশে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সবশেষ ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে সেরা দশে এসেছেন মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে এ পুরস্কার পেয়েছেন কাটার মাস্টার। এছাড়া ১৮ ধাপ এগিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

বুধবার (১৭ আগস্ট) আইসিসির হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে ৬ ধাপ এগিয়েছেন মোস্তাফিজ। ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে ১০ নম্বরে আছেন রয়েছেন কাটার মাস্টার। ৬৪০ রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। ৪৬৯ পয়েন্ট নিয়ে তাইজুল ক্যারিয়ার সেরা ৫৩তম স্থানে রয়েছে। যথারীতি ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ট্রেন্ট বোল্ট। দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ।

জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে মোস্তাফিজ ৫.২ ওভার করে ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট। যে ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে দল। অপরদিকে তাইজুল জিম্বাবুয়ে সফরের সেই ম্যাচে ৩৪ রান দিয়ে নেন ২ উইকেট। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট নেন তিনি। শেষ ওয়ানডেতে ২ ওভার করে ১৬ রানে ১ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে।

ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে শীর্ষে তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক আছেন ১৬তম। ৩৪ তম স্থানে মাহমুদউল্লাহ রিয়াদ। সিরিজের শেষ ওয়ানডেতে ৮৫ রান করা আফিফ হোসেন রয়েছেন ৮৩তম স্থানে।

অফফর্মে থাকা মুশফিকুর রহিম দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে। জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকা সাকিব আল হাসান ৩২তম স্থানে। তবে অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই নাম্বার ওয়ান সাকিব।

ব্যাটারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আগের মতোই পাকিস্তানের বাবর আজম। এরপরই যথাক্রমে ইমাম উল হক, রাসি ফন ডার ডাসেন, কুইন্টন ডি কক ও বিরাট কোহলি।

জেডআই/

আর্কাইভ